ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সিলেট: প্রধানমন্ত্রী বিদেশিদের রক্তচক্ষু ভয় করেন না মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এদেশের  জনগণের আস্থা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়িত করেছেন। সেই দায়িত্ব যেন নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি সেই দোয়া করবেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। অগ্নিসন্ত্রাসী বিএনপি-জামায়াত অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা প্রমাণ করে দিয়েছি ৭ তারিখের নির্বাচনে। আপনারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন তাই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন হবে।

এছাড়া বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আনহার মিয়ার সভাপতিত্বে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেতা আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রবিন পাল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া প্রমুখ।

যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবুল কালামের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রবাসীরা দেশে সব ধরনের হয়রানি, বিমান ভাড়া কমানো, বিদেশে থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার সহজীকরণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, ওসমানীগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রাজিব দাশ পুরকায়স্থ।

এর আগে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী শফিকুর  রহমান চৌধুরী।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন- সমৃদ্ধ-উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সিলেটসহ সারাদেশে যে সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে- সেগুলোকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।