ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজার সোলায়মান টাওয়ারের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২০ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টা ৫৯ মিনিটে পুরান ঢাকার চকবাজার সোলায়মান টাওয়ারের ছয়তলার নিচতলায় দুটি দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। পরে ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এজেডএস/আরআইএস