ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, জানুয়ারি ২৩, ২০২৪
কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় ট্রাকচাপায় জামাল উদ্দিন (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল মোড়ের কেএনবি শিল্প প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জামাল উদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি সরকার রাইস মিলের মালিক।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া ঝিনাইদহগামী বালু বোঝাই একটি  ট্রাক (রাজবাড়ী ট-১১-০১৬৮) ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন মারা যান। জামাল উদ্দিন বল্লভপুর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেইসঙ্গে ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।