ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি রাস্তায় সেপটিক ট্যাংক নির্মাণ, জরিমানা লাখ টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
সরকারি রাস্তায় সেপটিক ট্যাংক নির্মাণ, জরিমানা লাখ টাকা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অবৈধভাবে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে।  

তিনি ওই এলাকার মোল্লার হাটে সরকারি রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন।  

ইউএনও বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় পরিবেশ আইনে ফারুকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।