ঢাকা: সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারের ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এ মন্ত্রণালয়ের অধীনে ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবারসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। আজ ঢাকা বিভাগের ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের এক হাজার ১৭১ জন শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৪টি ইভেন্টে অংশ নিতে যাচ্ছে। আমরা বিভাগ পর্যায়ের প্রতিযোগিতায় সেরাদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করব। আমাদের শিশুরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সমাজকল্যাণমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসএমএকে/এসআইএ