ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সুবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, জানুয়ারি ২৭, ২০২৪
সুবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী: জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজারের আনন্দ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চরজব্বর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজারে (হারিছ চৌধুরী বাজার) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আটকপালিয়া বাজারের আনন্দ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরমধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ছয়টি দোকান পুড়ে যায়।

চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুন নবী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।