ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কালকিনিতে ভাইবোনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, জানুয়ারি ২৯, ২০২৪
কালকিনিতে ভাইবোনকে কুপিয়ে জখম

মাদারীপুর: জেলার কালকিনিতে দুই ভাইবোনকে কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগ উঠেছে, নৌকায় ভোট দেওয়ার অপরাধে তাদের কুপিয়ে জখম করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর কালকিনির লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড় বোন আমিরন বেগম (৫৫)। দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

জানা গেছে, রোববার সন্ধ্যার পরে নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ সরদার ও তার বড় বোন আমিরন বেগম। মাঝপথে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ শাজাহান সরদার ও তার লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় দু্ইজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। দুইজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।  

তবে নির্বাচনী সহিংসতা নয়। পূর্ব শত্রুতার জেরেই ঘটেছে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি।

আহতের বড় ভাই রেজাউল হক সরদার বলেন, আমরা নৌকায় ভোট দিয়েছিলাম। সংসদ নির্বাচনে নৌকা হেরে যায়। এরপর থেকে বিজয়ীদের লোকজন আমাদের ওপর হুমকি-ধামকি দিয়ে আসছে। আগে থেকে পরিকল্পনা করে আমার ভাই বোনের ওপর শাজাহান ও তার লোকজন হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে অভিযুক্ত শাজাহান সরদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক।

প্রসঙ্গত, আহত মিরাজ ও তার বড় বোন আমিরন মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত সংসদ সদস্য প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক। অপরদিকে, অভিযুক্ত শাজাহান সরদার বিজয়ী ঈগল প্রতীকের সংসদ সদস্য তাহমিনা বেগমের কর্মী।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।