ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ 

​​​​​​​ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ 

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কুটিবাড়ি সীমান্ত এলাকা থেকে এ মাদক জব্দ করা হয়।  

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ভারত থেকে নিয়ে আসা মাদকভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান এক চোরাকারবারী। পরে ব্যাগটি থেকে ১ কেজি আইস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।