ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, ফেব্রুয়ারি ১, ২০২৪
মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনার পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ নিত্যপণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের জাকির টি স্টোরের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুমন মিত্র অসুস্থ হয়ে পরেন।  

বিষয়টি জানার পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের জাকির টি স্টোরের মালিক জাকির হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।  

অভিযানের সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।