মাদারীপুর: মাদারীপুরের শিবচরে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপরা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে শিবচরে আসেন তারা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওইদিন রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভাষণ দিয়েছিলেন। জাতীয় সংসদে সরকারি দলের সদস্যরা আছেন। বিরোধীদল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরাও আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্যরা আছেন। কাজেই আমরা আশা করছি যে, রাষ্ট্রপতির ভাষণের ওপর এবারের আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে।
এতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, হুইপ ইকবালুর রহিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু, সাইমুম সরওয়ার কমল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
আরবি