সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কসহ সিলেটের বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সিলেটের এক পরিবহন শ্রমিক ইউনিয়নের চার নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে তারা সড়ক অবরোধ করেন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টা থেকে পরিবহন শ্রমিকেরা নগরের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল, হুমায়ন রশিদ চত্বর, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ, তামাবিল সড়কের টিলাগড় ও মেজরটিলায়, বিমানবন্দর সড়কে এবং ফেঞ্চুগঞ্জ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অবরোধ চলে রাত পৌনে ১০টা পর্যন্ত।
সিলেটের দক্ষিণ সুরমা তেতলি এলাকার ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ ও সদস্য জমির আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা শাখার আরও দুজনকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া বলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার দুজন এবং দক্ষিণ সুরমা শাখার দুজন পরিবহনশ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অপরাধ কি, কিংবা কেন তাদের ধরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।
ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা শাখার সহ সভাপতি জুমেল আহমদ বলেন, তাদের নেতাদের হাজির করলে তারা অবরোধ প্রত্যাহার করবেন। এর আগপর্যন্ত অবরোধ চলবে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, তিনি পরিবহন শ্রমিক ও নেতাদের শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অবরোধ প্রত্যাহার হলেও বিভিন্ন সড়ক-বিশেষ করে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট। সড়কগুলোতে যানজট ছাড়াতে কাজ করছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে প্রথম সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ট্রাক শ্রমিকরা। তারা দাবি করেন, তাদের চারজন শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমা থেকে দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। রাত পৌনে ১০টার দিকে সৃষ্ট হওয়া ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছাড়া হয়েছে। যে কারণে তারা অবরোধ থেকে সরে আসেন। তবে এ বিষয়ে জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার মোবাইল ফোনকল দিলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এনইউ/এএটি