ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হেঁটে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে দুই স্কাউট সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, ফেব্রুয়ারি ৭, ২০২৪
হেঁটে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে দুই স্কাউট সদস্য

সিলেট: সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘আমরা স্কাউট গ্রুপ’ ঢাকার দুই জন রোভার পাঁচ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করেন।  

গত  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাত্রা শুরু করে সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রা শেষ করেন তারা।

পরে তারা সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি সিলেটসহ স্কাউটসের আঞ্চলিক পরিচালক মোছা. মাহফুজা পারভীন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য রাকিব হাসান শিপু।

পথিমধ্যে তারা মাধবপুর ডাকবাংলো, দিনারপুর কলেজ, গোয়ালাবাজার হাই স্কুল এবং শেষ দিনে সিলেট ডাকবাংলোতে রাত্রিযাপন করেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন।

রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট'স রোভার স্কাউট’ অর্জনের জন্য একজন রোভারকে ছয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এ পারদর্শিতা ব্যাজগুলোর অন্যতম ‘পরিভ্রমণকারী ব্যাজ’। যা অর্জন করতে একজন রোভারকে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। পাশাপাশি তারা লিফলেট এবং পথিমধ্যে মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল্যবান চিন্তাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

পরিভ্রমণকারী দলের দল নেতা মো. আলী তানভীর বলেন, রোভাররা যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। এ শিক্ষা হাতে–কলমে শেখা যায় পরিভ্রমণে।

দলের অন্য সদস্য মো. শুভ তালুকদার বলেন, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অর্জন এবং এ রুটের মানুষের জীবনাচার, ইতিহাস, ঐতিহ্য জানা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের লক্ষ্যেই এই যাত্রা।

প্রসঙ্গত, ইতোমধ্যে তারা প্রত্যেকে স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং উভয়ই আশাবাদী রোভার শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।