ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বরিশালে সরস্বতী পূজা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
নানা আয়োজনে বরিশালে সরস্বতী পূজা উদযাপন

বরিশাল: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে পূজার আয়োজন হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়া‌রি) সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।

নগরের সরকা‌রি ব্রজমোহন কলেজের মাঠে বিশটি অনুষদ, উচ্চ মাধ্যমিক বিভাগ, সনাতন বিদ্যার্থী সংঘ আর কেন্দ্রীয় মন্ডপ মিলিয়ে ২৩টি মন্ডপে সরস্বতী পূজা হচ্ছে।

এছাড়া ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়, শের ই বাংলা মেডিক্যাল কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃতলাল দে কলেজসহ সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হয়।

শিক্ষার্থীরা বলেন, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। পাশাপাশি মঙ্গল কামনা করেন সবার জন্য।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৪, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।