নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ফুলের ব্যবসা জমে উঠেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে তরুণ-তরুণীরা ফুল কিনছেন।
স্বাভাবিক সময়ে একটি গোলাপ ১০ টাকায় বিক্রি হলেও দিবস ও চাহিদার কারণে সেটির দাম হাঁকা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। তেমনিভাবে ১০ টাকার গ্লাডিওলাস ফুল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ১০ টাকার রজনীগন্ধা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গাঁদা ফুল, ফুল দিয়ে তৈরি নানা মালা, মুকুট আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে। বড় দোকানিরা লোকজন দিয়ে মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে ফুলের দোকান বসিয়েছেন। সেখানেও ক্রেতাদের কাছ থেকে গলাকাটা দাম নেওয়া হচ্ছে ফুলের।
রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুলের চাহিদা সবচেয়ে বেশি। সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকলোজির ছাত্রী শরিফা খাতুন বলেন, ফুল কিনতে এসে দেখলাম ফুলের দাম আকাশছোঁয়া। তাই বাজেট সংক্ষিপ্ত করে প্রিয়জনের জন্য ফুল কিনলাম। সৈয়দপুর প্লাজায় ফুল কিনতে আসা নব-দম্পতি সাহেদ ও তুলি জানান, কয়েকদিন আগে তাদের বিয়ে হয়েছে। ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে বেশি দামেই ফুল কিনেছেন তারা।
শহরের কয়েকটি প্রতিষ্ঠিত ফুল দোকানের মালিক জানান, বেশিরভাগ ফুল বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। আগাম টাকা দিয়েও চাহিদামতো ফুল পাননি। স্থানীয়ভাবে ফুলের আবাদ বাড়লেও চাহিদার তুলনায় অনেক কম। দোকানে লোকজন আছেন, দোকানের ভাড়া আছে তাই ফুলের দাম বাড়াতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
নিউজ ডেস্ক