ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর স্বজনদের আহাজারি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শাহিনা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহিনা ওই গ্রামের শাহিনুজ্জামানের মেয়ে।

জানা গেছে, বেলা ১১টার দিকে সমবয়সীদের সঙ্গে রাস্তার পাশে খেলা করছিল শাহিনা। এ সময় একই উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ইজিবাইচালক কামরুল ইসলাম তার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।