নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটকের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।
আটকরা হলেন- আমির হোসেন, আফসার, হবি হোসেন, মনির হোসেন, শ্যামল, পনির, শামীম ও হানিফ।
এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় লাখ লাখ টাকার জুয়ার আসর বসায়। কেউ বাধা দিলে তারা বাধাদানকারীদের প্রাণনাশের হুমকি দেয়। এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদের মোটা অঙ্কের বখরা দিয়ে তারা সারা বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে। তাদের আটক করে থানায় নিয়ে গেলে ওই সমস্ত অর্থলোভী বখরা আদায়কারীরা ছাড়িয়ে নিতে তদবির করে থাকে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, যারা জুয়ার সঙ্গে জড়িত থাকে তাদের সঙ্গে এলাকার চোর-ডাকাতদের সখ্যতা থাকতে পারে। তাই তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
এমআরপি/আরবি