মাদারীপুর: জেলার কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর, ক্লাব ও মিনি স্টেডিয়ামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল বেপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুলের পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে জামাল ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় বাবুল ও তার সমর্থক মজিবর হাওলাদারের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাব ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভাঙচুর করে হামলাকারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১৪ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাবুল বেপারীর ছোট ভাই আবুল হোসেন জানান, হঠাৎ করে দুইদিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালায়। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে লুটপাট করে পালিয়ে যান তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসএম