ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাওলা রেলগেট থেকে আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
কাওলা রেলগেট থেকে আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার

ঢাকা: রাজধানীর কাওলা রেলগেট এলাকায় মাথায় আঘাত পাওয়া অবস্থায় আনুমানিক ১২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ। শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেয়েছে।

 

পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে শিশুটি পড়ে গিয়ে আহত হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ভোরের দিকে কাওরা রেলগেট এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নাম না জানা ওই শিশুটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এতোটুকু নিশ্চিত সে চলন্ত ট্রেনেই ছিল।

আহত শিশুকে দেখে মনে হচ্ছে সে পথশিশু। বর্তমানে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কিছুটা উন্নতির দিকে।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০২৪
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।