ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন, মো. মিরাজ (১৯), মো. শাওন (১৯), রুমান শিকদার (১৯), ও মো. রিপন (২৭)।

এ সময় তাদের কাছ থেকে ৪টি চাকু জব্দ করা হয়।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকরা বেশ কিছুদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ৮ মার্চ, ২০২৪
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।