ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেল ভ্রমণ সুবিধাবঞ্চিত ৫০ শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
বঙ্গবন্ধুর জন্মদিনে মেট্রোরেল ভ্রমণ সুবিধাবঞ্চিত ৫০ শিশুর

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ৫০ শিশুকে মেট্রোরেলে আনন্দ ভ্রমণের সুযোগ দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।  

রোববার (১৭ মার্চ) এ শিশুদের মতিঝিল মেট্রো স্টেশনে সকাল ১১টা ২০ মিনিটের একটি ট্রেনে তুলে দেওয়া হয়।

এসময় শিশুদের সঙ্গে ছিলেন সড়ক ও সেতু সচিব আমিন উল্লাহ নুরী।

মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের খুদে মনে বয়ে যায় আনন্দের ঢেউ।

জানা গেছে, ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে যাবে। স্বাভাবিক ট্রেনের মতোই সবগুলো স্টেশনে এই ট্রেন থেমে সেই স্টেশনে পৌঁছাবে। ফেরার পথে শিশুদের জন্য বিআরটিসি বাস ব্যবহার করা হবে।  

এসময় আমিন উল্লাহ নুরী বলেন, শিশু বা শিক্ষার্থীদের জন্য মেট্রো রেলে হাফ পাস চালু করার সুযোগ নেই। তবে যাদের এমআরটি পাস রয়েছে তারা সবাই টিকিটের মূল্য থেকে ১০ শতাংশ ছাড় পাবেন। শিক্ষার্থীরা যেন এই সুবিধাটা নেয়।  

তিনি বলেন, মেট্রোরেলে টিকেট মূলত কার্ড সিস্টেম। সেটি মেশিনের সাহায্যে ব্যবহৃত হয়। ফলে কে ছাত্র আর কে ছাত্র না মেশিনের পক্ষে সেটি বোঝা সম্ভব না। এজন্য মেট্রোরেলে হাফ পাস চালু করার সুযোগ নেই।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এনবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।