ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মার্চ ২৬, ২০২৪
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পরিবহনের দায়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে চার হাজার ৮০০ কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।

মঙ্গলবার (২৬ মার্চ) জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানা, মাদরাসা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কোস্টগার্ড মাছগুলো জব্দ করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা-রুটে চলাচলকারী কার্নিভ্যাল ক্রুজ লঞ্চে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় ও লঞ্চ তল্লাশি করে চার হাজার ৮০০ কেজি বা  বিভিন্ন প্রজাতির চিংড়ি, তপসি, ইলিশ, পোড়া মাছ জব্দ করা হয়।  

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।