ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, মার্চ ৩০, ২০২৪
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

কিশোরগঞ্জ: জেলায় ছুরিকাঘাতে শাকিল মিয়া (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া সড়কের কান্ডু ব্যাপারির রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল কিশোরগঞ্জ সদর উপজেলার কুট্টাগড় গ্রামের আব্দুল হেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া গ্রামের শরীফসহ কয়েকজনের সঙ্গে একই গ্রামের তৌফিকের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যার দিকে আউলিয়াপাড়া সড়কের কান্ডু ব্যাপারির রাইস মিলের সামনে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় তৌফিককে বাঁচাতে এগিয়ে গেলে শরীফ ও তার লোকজন শাকিল মিয়াকে ছুরিকাঘাত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত শাকিল মিয়ার বাবা আব্দুল হেলিম জানান, ঈদের পর আমার ছেলের বিদেশ যাওয়ার কথা ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যার বিচার দাবি করছি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাকে তার সরকারি ফোন নম্বরে কল করেও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।