ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, অক্টোবর ৬, ২০২৫
বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি বিক্রম মিশ্রি

নয়া দিল্লি থেকে: ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আমরা আগ্রহী।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বিক্রম মিশ্রি।

সাংবাদিকদের ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আমরা আগ্রহী। ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা সরকার যেটার সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, তারপরও এই সরকারের সঙ্গে কাজ করছে ভারত। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতই প্রথম অভিনন্দন জানিয়ে ছিল। তবে ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।

নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে সব রাজনৈতিক দল না জনগণের- এমন প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।