ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালকিনিতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
কালকিনিতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে তীব্র গরমে হিটস্ট্রোক করে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুক্কুর আলী একই এলাকার শফি আকনের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান আলী। এ সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই কৃষক। স্থানীয়রা আলীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের তাপমাত্রা সইতে না পেরে হিটস্ট্রোক করে মারা গেছেন আলী।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।