ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জ দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
আজমিরীগঞ্জ দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু চড়াতে যাওয়া দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।  
 
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন।


 
আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
পশ্চিমবাগের বাসিন্দা মিজান মিয়া সরদার ও ইছা মিয়া সরদার গোষ্ঠীর মধ্যে আধ্যিপত্যের বিরোধ ছিল। বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন দুই গোষ্ঠীর দুজন গরু চড়াতে গিয়ে ঝগড়া করেন।
 
ওসি ডালিম জানান, শুক্রবার দুপুরে ফুটবল খেলতে গিয়ে বৃহস্পতিবারের ঝগড়া নিয়ে দুপক্ষে মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে গোষ্ঠীভিত্তিক সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ একে অন্যের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
 
ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।