ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেএনএফ সন্ত্রাসীদের ধরতে আর্মড পুলিশের ৯০ শতাংশ সদস্য বান্দরবানে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
কেএনএফ সন্ত্রাসীদের ধরতে আর্মড পুলিশের ৯০ শতাংশ সদস্য বান্দরবানে

বান্দরবান: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের ধরতে বান্দরবানে বাহিনীর ৯০ শতাংশ সদস্য দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

সোমবার (১৫ এপ্রিল) বান্দরবানে ২-এপিবিএনের রিয়ার হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান আরও বলেন, শান্তিপ্রিয় বান্দরবানে হঠাৎ কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার কাজে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ এপিবিএনের রিয়ার হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. আবদুল করিম, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই রবিউল করিম সিকদার, পুলিশ পরিদর্শক এএসএম সামছুদ্দিন, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আনতাজ আলী, অপারেশন শাখার ইনচার্জ এসআই মো. জামাল হোসেন এবং এএসআই কামরুল হাসানসহ ২ এপিবিএনের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।