ঢাকা: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে মিশর গিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে শনিবার (২০ এপ্রিল) মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল মিশর সফর করবেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২৫ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এমইউএম/এএটি