ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রেললাইনে বসে মাদকসেবন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
রেললাইনে বসে মাদকসেবন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু তরুণের সাদ্দাম হোসেন: ফাইল ফটো

নীলফামারী: নীলফামারীর ডোমারে বাড়ির পাশে রেললাইনে বসে মাদক সেবনের সময় সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় তার লাশের পাশ থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।

রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ডোমার রেলস্টেশনের তিন কিলোমিটার উত্তরে হাজিপাড়া লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম একই এলাকার তেলিপাড়ার মৃত আবু হানিফার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। সাদ্দাম রেললাইনে বসে নেশা করেছিলেন। নেশার কারণে আগে থেকেই অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, সাদ্দাম মানসিক ভারমাস্যহীন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।