ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, মে ১৮, ২০২৪
আড়াইহাজারে ট্রাকচাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকাল ১০টায় এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।

তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার  সময় ফারুক তার বাড়ি থেকে রাস্তার পাশে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সঙ্গে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।