ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ঝড়ো বাতাসে গাছ পড়ে ফেনী-ছাগলনাইয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ১৮, ২০২৪
ঝড়ো বাতাসে গাছ পড়ে ফেনী-ছাগলনাইয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

ফেনী: প্রচণ্ড ঝড়ো বাতাসে বিশাল একটি গাছ পড়ে ফেনী-ছাগলনাইয়া সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে জেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

তবে, এতে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, এতে উভয় পাশে অনেক যানবাহন আটকে রয়েছে। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বড় ক্রেন ছাড়া বিশাল গাছ সরানো সম্ভব হবে না। তাই এ ব্যাপারে সড়ক বিভাগকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এসএইচডি/জেইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।