ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুন ৩, ২০২৪
বরিশালে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

বরিশাল: জেলার বানারীপাড়ার খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০২ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।

ওসি বলেন, উপজেলার ইলুহার গ্রামের খালে কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ গলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (০৩ জুন) ময়নাতদন্তের জন্য সেটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। মরদেহটি গলিত হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না। এমনকি বয়সও ধারণা করা যাচ্ছে না।

ইলুহার ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় এক ব্যক্তি গ্রামের বিহারী লাল মাধ্যমিক স্কুলের সামনের খালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সেটি কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।