ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
রায়পুরে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে জমজ বোনের (৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জমজ বোন দেবীপুর এলাকার আনোয়ার হোসেন মেয়ে। একজনের নাম হিরা আক্তার ও আরেকজনের নাম মুক্তা আক্তার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিজ বাড়ির উঠানে জমজ বোন হিরা ও মুক্তা খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির সবার অগোচরে উঠানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় দুই বোন। এদিকে শিশু দুটিকে বাড়ির উঠানে না দেখে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরটিতে থেকে ভাসমান অবস্থায় জমজ বোনের মরদেহ উদ্ধার করা হয়।  মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউল আলম সুমন চৌধুরী বলেন, জমজ দুই বোন পানিতে ডুবে মারা গেছে। তাদের হারিয়ে পুরো এলাকায় শোক বইছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।