ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
দেবীগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়িতিস্তা নদীতে ডুবে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ওনমামুনের ছেলে।  

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ফজল হোসেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান ফজল হোসেন। এ সময় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। বেশ কিছু সময় পর স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।