ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর পৌরসভার ২২৩ কোটি ৪৬ লাখের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
দিনাজপুর পৌরসভার ২২৩ কোটি ৪৬ লাখের বাজেট ঘোষণা

দিনাজপুর: দিনাজপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। নতুন করে কর আরোপ ছাড়া ২২৩ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ২৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা। আর উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৬ লাখ ৫৬ হাজার ২৪৪ টাকা।  

রোববার (৭ জুলাই) দুপুরে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল।

বাজেটে রাস্তা সংস্কার, সড়কবাতি স্থাপন, ড্রেন কালভার্ট নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পাদনের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি পৌরসভার খাল, ময়লাগাড্ডাসহ সব পৌরসম্পদ অসদুপায়ী ও অবৈধ দখলদারদের হাত রক্ষায় পরিকল্পনা নেওয়া হয়েছে।  

এছাড়া পৌরসভার ঘাগড়াখাল ও গিরিজাখাল দুটোকে পরিচ্ছন্ন ও এর প্রবাহ ঠিক রাখতে এই খাল দুটো খনন, নিরাপদ পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নসহ দিনাজপুরের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে পরিকলপানা হাতে নেওয়া হয়েছে। বাজেট যথাযথ বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

বাজেট সভার শেষে শহরের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।  

এ সময় পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম মাসুদ, কাউন্সিলর কাজী আশরাফ উজ্জামান বাবু, মতিবুর রহমান বিপ্লব, শাহিন সুলতানা বিউটি, মাকসুদা পারভীন মিনা, পৌরসভার প্রধান নির্বাহী মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।