ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল: হারুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৪
বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল: হারুন

ঢাকা: বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতায় জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশিদ।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এসব নাশকতায় জড়িতদের একে একে  গ্রেফতার করা হচ্ছে।

এ পর্যন্ত বিএনপি-জামায়াতের দেড়শ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ এসব কথা বলেন।

অতিরিক্ত কমিশনার বলেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে এসব সহিংসতা চালানো হয় বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে।  

তিনি আরও বলেন,  কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা মেট্রোরেল, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)ও সেতু ভবনে অগ্নিসংযোগ করেছে।

হারুন অর রশিদ বলেন, বিএনপি করে বলেই তাদের গ্রেফতার করেছি এমনটি নয়, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে নাশকতার নির্দেশনার মেসেজ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।