ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
নারায়ণগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের চরশিমুলপাড়া ওরিয়ন ফার্মাসিটিক্যালস সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল হালিম বলেন, শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেন এলাকাবাসী। পরে মরদেহটিকে উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।