ঢাকা, শনিবার, ১৯ শ্রাবণ ১৪৩১, ০৩ আগস্ট ২০২৪, ২৭ মহররম ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মোমবাতি প্রজ্জ্বলন

দিনাজপুর: দিনাজপুরে বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি ও মোমবাতি প্রজ্জ্বলন করেছেন আন্দোলনকারীরা।  

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর গোর-এ মাঠ সংলগ্ন শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।  

এর আগে বিকেল থেকে বালুবাড়ী শহীদ মিনার মোড়ে সমবেত হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। সেখান থেকে সামনের দিকে অগ্রসর হতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধা উপেক্ষা করে শহরের হাসপাতাল মোড় হয়ে গোর-এ শহীদ মাঠ সংলগ্ন শহীদ মিনারে সমবেত হন তারা। সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়। এছাড়া মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট ও মোমবাতি প্রজ্জ্বলন করেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।