ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাহিদ-আসিফ উপদেষ্টা হওয়ায় যা বললেন সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
নাহিদ-আসিফ উপদেষ্টা হওয়ায় যা বললেন সারজিস আলম

ঢাকা: সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম। পাশাপাশি তারা এ সময় উপদেষ্টা হয়ে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) দিনগত রাত ১টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এসব বলেন।

সেই পোস্টে সারজিস লেখেন, ‘প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। ’

‘আমি বিশ্বাস করি তারা দু’জন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। ’

তিনি আরও লেখেন, ‘২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে। আবার কেউ হয়ত সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ’

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সারজিস লেখেন, ‘দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। ’

উল্লেখ্য, আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ জনকে নিয়ে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। তবে তিন উপদেষ্টা ফারুক-ই-আযম, বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।