ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩১, ১০ আগস্ট ২০২৪, ০৪ সফর ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সংখ্যালঘুদের সার্বিক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
ফরিদপুরের সংখ্যালঘুদের সার্বিক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

ফরিদপুর: ফরিদপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল আমিন শেখ।  

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে ফরিদপুর হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে সেনাবাহিনীকে জানানো হয় জেলার সার্বিক পরিস্থিতি। এ সময় তিনি ধৈর্য ধরে তাদের কথা শুনেন এবং পরিস্থিতি উত্তরণে করণীয় ভূমিকা নেবেন বলে জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সত্যজিৎ মুখার্জী, জেলা পূজা কমিটির সহ-সভাপতি অসীম কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।