সিলেট: কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা ।
২১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পত্রে জামাল উদ্দিন জানান, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২২ সালে ২১ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর হিসেবে আমি যোগদান করি।
এর আগে সিকৃবির ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে ২১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে অত্র বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রোষানল থেকে বাঁচতে ভিসি জামাল রাতের আঁধারে ক্যাম্পাস থেকে পালিয়ে যান। অবশেষে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত ভিসি জামাল উদ্দিন ভূইয়া পদত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা,আগস্ট ২২,২০২৪
এনইউ/এমএম