ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ কারাগারে হাজতি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, আগস্ট ২৬, ২০২৪
ঝিনাইদহ কারাগারে হাজতি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পর বিল্লাল হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

সোমবার (২৬ আগস্ট) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিল্লাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে তিনটি মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে আসেন বিল্লাল হোসেন। তার মামলা আদালতে বিচারাধীন।

রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।  

হাসপাতাল সূত্রে জানা যায়, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।  

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।