খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হকের পাশাপাশি অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামকে অবসর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড.মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনটি সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া উভয়ই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা,আগস্ট ২৭,২০২৪
এমআরএম/এমএম