ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেহেরপুরের সাংবাদিকরা।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।


 
মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।  

এ কর্মসূচিতে সঞ্চালনা করেন নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক ডালিম সানোয়ার।  

এসময় বক্তব্য দেন- দৈনক যুগান্তরের প্রতিনিধি তোজাম্মেল আজম, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাংলানিউজটোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জুলফিকার আলী কানন ও দৈনিক বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন।

গণমাধ্যমের ওপর এমন হামলার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।  

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

গত ১৯ আগস্ট  ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।