ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বন্যা দুর্গত ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
লক্ষ্মীপুরে বন্যা দুর্গত ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্যাকবলিত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাঞ্চানগর, হোগল্ডোহরী এবং মজুপুর এলাকায় বন্যাকবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম।

পাশাপাশি বন্যাকবলিত এলাকায় রেড ক্রিসেন্টের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

এর আগে বন্যার শুরু থেকে জেলার বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- আইএফআরস্যার কান্ট্রি ডিরেক্টর মি. আলবাটো, দুর্যোগ বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক প্রমুখ।

এসময় সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভয়াবহ এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করে সেটি কাটিয়ে উঠতে আমাদের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপদ খাবার পানি বিতরণসহ সব ধরনের সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছে। এখন বন্যাকবলিত এলাকায় সহযোগিতা করা হচ্ছে। পানি নেমে যাওয়ার পরেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সোসাইটি।

এজন্য দোয়া চেয়ে দুস্থ মানুষের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সোসাইটির প্রধান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।