ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে বাবেল গোলন্দাজের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
গফরগাঁওয়ে বাবেল গোলন্দাজের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ 

ময়মনসিংহ: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে গোলন্দাজ বাড়ির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস‍্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া এমপি বাবেল গোলন্দাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে শত শত লোক হামলা চালিয়ে বাড়ির দুইটা গেট মাটি কাটার ভেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।