ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক মেরামত করলেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
সুন্দরগঞ্জের চরাঞ্চলে সড়ক মেরামত করলেন শিক্ষার্থীরা

গাইবান্ধা: জনদুর্ভোগ লাঘবে গাইবান্ধার সুন্দরগঞ্জে চরাঞ্চল গুরুত্বপূর্ণ একটি সড়ক মেরামত করেছেন স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজার-সুন্দরগঞ্জ সড়ক মেরামতে স্বেচ্ছায় কাজ করেছেন তারা।

কয়েকদিন আগের টানা বৃষ্টিতে রাস্তাটির বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে ওইসব গর্তে যানবাহন আটকে যাওয়াসহ চলাচলের ভোগান্তি পোহাতে হয়। জনসাধারণের কষ্ট লাঘবে স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সদস্যরা রাস্তা মেরামতের উদ্যোগ নেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্লাস্টিকের বস্তায় করে পাশেই অন্য জায়গা থেকে মাটি ও বালু এনে রাস্তা মেরামতের কাজ করেন।

এ সময় বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, স্বিরাত্বল মুস্তাকিম ইসলামী পাঠাগারের স্থায়ী পরিষদের সদস্য আইয়ুব আলী, রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক শামীম সরকার শাহীন, সভাপতি শাহিন সরকার, সেক্রেটারি আব্দুল আজিজ, অফিস সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল খালেদ, পাঠাগার সম্পাদক শাহিন আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।