ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বগুড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় পদ্মরাগ ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রাজশাহী জেলার পবা উপজেলার বাগসারা এলাকার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাই এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে সাতমাথায় ওষুধ কিনতে যান। ওষুধ কিনে ফেরার পথে ওয়াপদা গেট এলাকায় অসাবধানতাবশত বগুড়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে৷ এতে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার বাইকের পেছনে থাকা ওই বন্ধু লাফ দিলে প্রাণে বেঁচে যান।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।