ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি।
রোববার (সেপ্টেম্বর ২২) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়।
ইরানের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার আগ্রহের কথা জানান।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, জ্বালানি, শিক্ষা-স্বাস্থ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়াতে ইরানের আগ্রহের কথা জানান।
প্রধান উপদেষ্টা ইরানের আগ্রহকে স্বাগত জানান এবং বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করায় ইরানকে ধন্যবাদ দেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমইউএম/এমজেএফ