ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিস্ফোরক আইনে সালমান এফ রহমানের নামে আরও একটি মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিস্ফোরক আইনে সালমান এফ রহমানের নামে আরও একটি মামলা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকা-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে আরও একটি মামলা হয়েছে। মামলায় ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক এমপি খন্দকার হারুন অর রশিদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুসহ দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।  

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ গেইটের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদীসহ ছাত্র-জনতা। এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়।  

পরে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ নেতাকর্মীরা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটনায়, লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় হামলায় বাদী আরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। ছাত্রজনতা এদিক-ওদিক ছুটে চলে যায়। তাকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মৃত ভেবে ফেলে যায় তারা। পরে আন্দোলকারীরা আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এর আগে সালমান এফ রহমানকে প্রধান আসামি করে গত ২৫ আগস্ট দোহার থানায় ও ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় দুটি মামলা রজু হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২,  ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।