ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

একদিনের মাথায় খাদ্য সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
একদিনের মাথায় খাদ্য সচিব ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানের নিয়োগ বাতিল করেছে সরকার।

খাদ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলাহী দাদ খানকে সোমবার (৩০ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে একদিনের মাথায় সেই নিয়োগ মঙ্গলবার (১ অক্টোবর) বাতিল করা হয়েছে। ‌

মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে তা জানানো হয়নি।  

সোমবার চুক্তিতে দুই বছরের জন্য তাকে খাদ্য মন্ত্রণালয় সচিব হিসেবে নিয়োগ দিয়ে‌ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ইলাহী দাদ খান জেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমআইএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।